বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি। বুধবার (৩১ আগস্ট) সকালে মাহাথিরের কার্যালয় থেকে একটি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা যায়, তিনি কোভিড -১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও তাকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছিল। পরে চিকিৎসকদের পরামর্শে আগামী কয়েক দিন পর্যবেক্ষণের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয়েছে। ৯৭ বছর বয়সী এই ব্যক্তির হার্টের সমস্যা রয়েছে এবং তিনি জানুয়ারির শেষের দিকে হাসপাতালে ভর্তি ছিলেন।

মালয়েশিয়ার দুইবারের প্রধানমন্ত্রী মাহাথির রাজনৈতিক অঙ্গনে একজন প্রভাবশালী ব্যক্তি। ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৮ সালে ৯২ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী হিসেবে আবার প্রধানমন্ত্রী হন তিনি। একসময় যে দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি, সেই দলের বিরুদ্ধে গড়া জোটের নেতৃত্ব দিয়ে জাতীয় নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছিলেন তিনি। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দুই বছরের কম সময়ের মধ্যে তিনি পদত্যাগ করলে সরকার ভেঙে যায়। সূত্র : আল জাজিরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |