বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
সরকারি কাজের ঠিকাদারি পাইয়ে দেয়ার বিনিময়ে ঘুষের প্রস্তাব ও ঘুষ গ্রহণের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রসমাহ মনসুরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মালয়েশিয়ার শত শত কোটি ডলারের রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবি-সংক্রান্ত দুর্নীতির মামলায় নাজিব কারাগারে যাওয়ার এক সপ্তাহ পর বৃহস্পতিবার সাজার ঘোষণা শোনেন তার স্ত্রী।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, স্কুলে সৌরবিদ্যুৎ সংযোগ প্রকল্পের ঠিকাদারি পেতে একটি কোম্পানিকে সহায়তার বিনিময়ে ঘুষের প্রস্তাব ও ৬৫ লাখ রিংগিত ঘুষ নেয়ার তিনটি অভিযোগ অস্বীকার করেছেন ৭০ বছর বয়সী রসমাহ।
কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মোহামেদ জাইনি মাজলান বলেন, মামলার কৌঁসুলিরা দুর্নীতির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করেছেন। রসমাহর আত্মপক্ষ সমর্থন ‘নিছক অস্বীকার’ ও ‘অসমর্থিত’।
রসমাহকে কারাদণ্ডের পাশাপাশি ৯৭ কোটি রিংগিত জরিমানাও করে আদালত। এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন রসমাহ। মামলাটি জামিনযোগ্য।
স্ত্রীর সাজা ঘোষণার সপ্তাহখানেক আগে ওয়ানএমডিবি কেলেঙ্কারির মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড দেয় আদালত। বিশ্বের অন্যতম বৃহৎ আর্থিক জালিয়াতির ঘটনায় বিশ্বাসভঙ্গ, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগের ভিত্তিতে সাজা দেয়া হয় সাবেক এ সরকারপ্রধানকে।