শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

আপডেট
দুঃসময়ে শুধু একজনের ফোনই পেয়েছিলেন কোহলি

দুঃসময়ে শুধু একজনের ফোনই পেয়েছিলেন কোহলি

ক্রিকেটে লম্বা সময় ফর্মহীনতার সঙ্গে লড়াই করেছিলেন বিরাট কোহলি। যার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। এমনকি সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয় কোহলি থেকে। এরপর অভিমানে টেস্টের নেতৃত্বও ছেড়ে দেন তিনি।

ওই দুঃসময়ে সাবেক অনেক ক্রিকেটাররাই সংবাদমাধ্যমে কোহলিকে নিয়ে নানা কথা বলেছেন। কিন্তু কেউ ব্যক্তিগতভাবে খবর নেননি। কোনো সাবেক ক্রিকেটারকেই পাশে পাননি কোহলি। শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনিকে পেয়েছিলেন কোহলি। তাইতো তিনি বুঝে গেছেন, কে তাঁর ভালো চান।

এশিয়া কাপে ফের ফর্মে ফেরার আভাস দেওয়া কোহলি পাকিস্তানের বিপক্ষেও খেলেন ৬০ রানের ইনিংস। ওই ম্যাচের পর নিজের অতীতের প্রশ্ন উঠলে কোহলি বলেছেন, ‘আমি যখন টেস্ট অধিনায়কত্ব ছাড়ি, এক জন মাত্র সাবেক ক্রিকেটার আমাকে ফোন করেছিলেন। অনেকের কাছেই আমার নম্বর আছে। কিন্তু ফোন করেছিলেন শুধু মহেন্দ্র সিং ধোনি। এর থেকেই বোঝা যায় কে আমার ভাল চায়। সত্যি যদি আমার কথা কেউ ভেবে থাকে তা হলে সে আমাকে ফোন করে কথা বলতে পারত।’

সাবেক এই অধিনায়ক আরও যোগ করেন, ‘আসলে এই ব্যাপারটা হচ্ছে যখন শ্রদ্ধার সম্পর্ক থাকে, যোগাযোগ থাকে, তখন এটা দৃশ্যমান হয়। আমি যখন কাউকে কিছু বলতে চাইব তার সঙ্গে সরাসরি কথা বলব। আপনি যদি পুরো দুনিয়ার সামনে পরামর্শ দেন এটা আমার কাছে কোন মূল্য তৈরি করে না। আপনি যদি সত্যিই আমার উন্নতি চান তাহলে ব্যক্তিগতভাবে কথা বলতে পারতেন। আমি সততা নিয়ে বাস করি।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |