সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় বিনএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মামলার আবেদন খারিজ হয়েছে।
রোববার বিকেলে শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ইমরান মোল্লার আদালত আবেদনটি খারিজের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, শুনানি শেষে আদালত ২০৩ ধারা মোতাবেক রিজভীর মামলার আবেদনটি খারিজ করার আদেশ দিয়েছেন।
এর আগে পুলিশের গুলিতে যুবদল কর্মী রাজা প্রধান শাওন হত্যার অভিযোগ এনে জেলা পুলিশ সুপার এবং তিনজন অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের ৪২ কর্মকর্তা ও সদস্যের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে সকালে একই আদালতে হত্যা মামলার আবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুনানি শেষে বিকেলে আদালত খারিজের আদেশ দেন।