বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন
এশিয়া কাপে সুপার ফোরে টানা দুই হারে কোণঠাসা হয়ে পড়েছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারের পর শ্রীলংকার বিপক্ষেও হার মেনেছে। এই দুই হারে রোহিত শর্মাদের বিদায়ের যেমন শঙ্কা রয়েছে, তেমনি ফাইনালে যাওয়ার ক্ষীণ সম্ভাবনাও টিকে রয়েছে। তবে ফাইনালে যেতে হলে ভারতকে নিজেদের শেষ ম্যাচ বড় ব্যবধানে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের ওপরও।
আগামী বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচে অবশ্যই দলটিকে বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি শ্রীলংকাকে তাদের শেষ ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে জিততে হবে। আর পাকিস্তানকে হারতে হবে আফগানিস্তানের কাছেও। তাহলেই একমাত্র ভারতের ফাইনাল সম্ভাবনা থাকবে।
সুপার ফোরে বর্তমানে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলংকা। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সংগ্রহ দুই পয়েন্ট। ভারত ও আফগানিস্তানের ঝুলিতে নেই কোনো পয়েন্ট।
পাকিস্তান বাকি দু’টি ম্যাচ হারলে, আর আফগানিস্তানের বিপক্ষে ভারত জিতলে পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের পয়েন্ট সমান হবে। তখন দেখা হবে নেট রান রেট। আফগানিস্তানের মতোই ভারতের সংগ্রহে পয়েন্ট না থাকলেও নেট রান রেটে এগিয়ে রয়েছে ভারত।
অন্যদিকে আফগানিস্তানকে বড় ব্যবধানে ভারত হারাতে পারলে সেই ব্যবধান আরও বাড়বে। আর পাকিস্তান বাকি দু’টি ম্যাচই হারলে বাবর আজমদের নেট রান রেট খারাপ হবে। একমাত্র তখনই নেট রান রেটের বিচারে ফাইনাল খেলার ছাড়পত্র পাবেন রোহিতরা।