শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই মামলার শুনানি ৪ অক্টোবর। ওই দিন তার ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে শুনানি হবে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত নতুন এ দিন ধার্য করেন।
খালেদা জিয়া অসুস্থ জানিয়ে আদালতের কাছে তার আইনজীবী অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য নতুন দিন নির্ধারণ করেন।
দুটি মামলার মধ্যে একটি মামলা ২০১৬ সালের ৩ নভেম্বর দায়ের হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগ করে মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। আদালত ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। পরের বছর ২৫ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মশিউর রহমান (তদন্ত) অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে একটি প্রতিবেদন দাখিল করেন আদালতে।
জিয়াউর রহমান মৃত বলে তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।