সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন

আপডেট
কক্সবাজারে স্বৈরাচারের ‘দোসর’ সাংবাদিকদের তালিকা প্রকাশ করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদগঞ্জে একই ব্যক্তির সরকারি চাকরিতে বয়স ৫১, মুক্তিযোদ্ধা ভাতায় ৭১! আগের দিন অভিযোগ, পরদিন প্রত্যাহার, ৮৮ দিনে পদোন্নতি ফরিদপুরের সাবেক টিআই দম্পতির আরও সোয়া ৭ কোটি টাকার সম্পদ জব্দ অবৈধভাবে শতকোটি টাকার মালিক, এসপি শাহজাহানের বক্তব্য জানতে চায় দুদক রাজশাহীতে ২৩ হাজার ৫শ ১০ জন শিক্ষার্থীকে এ এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করল তরফদার, বিজয় নিশ্চিত ইমরুলের পুলিশের থাকা-খাওয়ার মান সন্তোষজনক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা কত ক্ষমতা সিন্ডিকেট ব্যবসায়ীদের, প্রশ্ন তাসরিফের শিক্ষা বোর্ডে পাথর-লাঠি-কাঠ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা
হোয়াইক্যং সীমান্তে ফের গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা

হোয়াইক্যং সীমান্তে ফের গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের ওপারে ফের গুলি ও মর্টারের শব্দ শোনা গেছে। উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্তে স্থানীয় লোকজন বৃহস্পতিবার (২৯সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলির আওয়াজ শুনেছে।

উলুবনিয়া গ্রামের বাসিন্দা জাফর আলম বলেন, ‘সাড়ে সাতটার দিকে ১০ থেকে ১২টি গুলির আওয়াজ শুনেছি। দুয়েকটি খুব বিকট শব্দ ছিল।

আমরা ভয়ে আছি এখানে। ‘
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের মেম্বার সিরাজুল মোস্তফা লালু বলেন, ‘আমি নিজেও বিকট শব্দে গুলির আওয়াজ শুনেছি। সম্ভবত মিয়ানমারের শীলখালী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এর আগেও গত মঙ্গলবার উলুবনিয়া ও হারাংঘাঘোনা সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে গোলাগুলির শব্দ গত ছয়দিন ধরে বন্ধ রয়েছে। তমব্রু সীমান্ত এলাকার বাসিন্দারা এখন অনেক টা স্বস্তিতে আছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |