শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন

আপডেট
খেরসন থেকে বেসামরিক লোকজন সরিয়ে নিচ্ছে রাশিয়া

খেরসন থেকে বেসামরিক লোকজন সরিয়ে নিচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক : রুশ অধিকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন থেকে লোকজন সরিয়ে নিচ্ছে রাশিয়া। শুক্রবার থেকে বেসামরিক লোকদের রাশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। মস্কো-সমর্থিত এক কর্মকর্তা লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানান। খবর রাশিয়ার সংবাদ সংস্থা তাসের। খেরসনসহ ইউক্রেনের চারটি অঞ্চল সম্প্রতি গণভোটের মাধ্যমে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাশিয়া। রুশ-সমর্থিত খেরসনের প্রশাসনিক প্রধান ভ্লাদিমির সালদো একটি ভিডিও বার্তায় স্থানীয়দের বলেন, খেরসন অঞ্চলের সব বাসিন্দার উচিৎ সন্তানদের সঙ্গে নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া, তা না হলে ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়তে হতে পারে।

তিনি বলেন, এই প্রস্তাবটি দিনিপ্রো নদীর পশ্চিম তীরের বাসিন্দাদের জন্য প্রযোজ্য। আঞ্চলিক রাজধানীর অন্তর্ভুক্ত এই শহর, যেটি রাশিয়া গত ফেব্রুয়ারিতে আক্রমণ করার পর থেকে দখল করে রেখেছে। শুক্রবার খেরসন থেকে পালিয়ে লোকজন রাশিয়ার রুস্তভ শহরে যাচ্ছে। কয়েক সপ্তাহ আগে ইউক্রেনের অধিকৃত চারটি অঞ্চলের মধ্যে খেরসন একটি যেখানে গণভোটের আয়োজন করে নিজেদের নিয়ন্ত্রণে নেয় পুতিন সরকার। এটি ক্রিমিয়া উপদ্বীপের একমাত্র স্থলরুট যা রাশিয়া ২০১৪ সালে দখল করেছে। অক্টোবরের শুরু থেকে, ইউক্রেনীয় বাহিনী দক্ষিণে তাদের সবচেয়ে বড় অগ্রযাত্রায় সফল বলে ধরা হচ্ছে। ক্রিমিয়ার সংযোগ সেতুতে হামলার পর রাশিয়ার সৈন্যদের রসদ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করতেও সফল হয়েছে তারা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |