শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

আপডেট
রাশিয়ার ১৮টি মিসাইল ধ্বংসের দাবি ইউক্রেনের

রাশিয়ার ১৮টি মিসাইল ধ্বংসের দাবি ইউক্রেনের

কৃষ্ণ সাগর থেকে রাশিয়ার নিক্ষেপ করা কমপক্ষে ১৮টি ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

শনিবার (২২ অক্টোবর) মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানো হয়েছে। সিএনএন জানায়, ইউক্রেনের বিমান বাহিনী, এন্টি-এয়ারক্রাফট মিসাইল ইউনিট ও ভ্রাম্যমাণ ইউনিট শত্রুদের ১৮টি ক্রুজ মিসাইল ধ্বংস করেছে।

কৃষ্ণ সাগরে অবস্থিত জাহাজ থেকে রাশিয়া ক্যালিবার ক্রুজ মিসাইল নিক্ষেপ করে।

বিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানান, শনিবান রাজধানী কিয়েভ লক্ষ্য করে রাশিয়ান বাহিনীর ঝোড়া বেশ কয়েকটি মিসাইল ধ্বংস করেছে বিমান বাহিনী।

এদিকে, ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া- এমন অভিযোগের বিষয়ে জাতিসংঘের তদন্ত দাবি করেছে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। ইরান এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |