বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

কাতার বিশ্বকাপের সব খেলা দেখাবে বিটিভি

কাতার বিশ্বকাপের সব খেলা দেখাবে বিটিভি

রাত পোহালেই পর্দা উঠবে গ্রেটেস্ট শো অন আর্থের। কাতার বিশ্বকাপের সব গুলো খেলা দেখা যাবে সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভি’তে । সরাসরি খেলা দেখানো হবে, এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আসর শুরুর একদিন আগে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ১৯৭৮ সালের ফাইনাল, ১৯৮২ সালের কিছু ম্যাচের পর ১৯৮৬ সাল থেকে নিয়মিত ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ সম্প্রচার করে আসছিল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। স্যাটেলাইটে বেসরকারি চ্যানেলের যুগ চালু হওয়ার পর থেকে বেসরাকারি টিভি চ্যানেলগুলো বিশ্বকাপ সম্প্রচারের সত্ব কিনে নিলেও, সমস্যায় পড়তে হতো না বিটিভিকে।
বাংলাদেশের একমাত্র সরকারি চ্যানেল, বিভিন্ন বিজ্ঞাপন বা চুক্তির বিনিময় সেই বিশ্বকাপ ম্যাচগুলো সম্প্রচার করতো। কিন্তু এবারই প্রথম ভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বিটিভি’কে। ফিফার নতুন নিয়ম অনুযায়ী, সত্ত্বাধিকার কেনা টিভি চ্যানেলই কেবল প্রচার করতে পারবে বিশ্বকাপ ২০২২। সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে টি-স্পোর্টস ৩য় পক্ষের মাধ্যমে কিনেছে এবারের আসর। তবে বিটিভি’র পক্ষ থেকে সম্প্রচারের বিষয়ে কোনো তথ্য জানা যাচ্ছিল না।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |