শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন

আপডেট
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়বে কিনা জানালেন প্রতিমন্ত্রী

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়বে কিনা জানালেন প্রতিমন্ত্রী

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভোক্তা পর্যায়ে দাম বাড়ছে না। মানুষের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সোমবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রাথমিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে সারা বিশ্বে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয় করতে হচ্ছে। গ্রাহক পর্যায়ে এখনই দাম বাড়ছে না। দাম বাড়বে কি না, সেটাও নির্ভর করতে মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে। সবকিছু যাচাই বাছাই করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিইআরসি সেগুলো বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে তারা ঘোষণা দিয়েও দাম বাড়ায়নি। সবকিছু তারা যাচাই বাছাই করেই করেছে।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |