শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন

আপডেট
করোনায় ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু, শনাক্ত আরও সাড়ে ৪ লাখ

করোনায় ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু, শনাক্ত আরও সাড়ে ৪ লাখ

বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। পাশাপাশি আগের তুলোনায় বেড়েছে আক্রান্তের সংখ্যাও। করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯৮৩ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ৯১৪ জন।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দেড় শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৩৯ হাজার ৯৬২ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ৯১৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৪ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ৬১৬ জনে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |