শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

আপডেট
জয়পুরহাটে ৩ শ ৩০ হেক্টর জমিতে শীতকালীন মরিচ চাষ

জয়পুরহাটে ৩ শ ৩০ হেক্টর জমিতে শীতকালীন মরিচ চাষ

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট জেলায় চলতি ২০২২-২০২৩ রবি মৌসুমে শীতকালীন মরিচের চাষ হয়েছে ৩ শ ৩০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর অতিরিক্ত।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জয়পুরহাট জেলায় চলতি ২০২২-২০২৩ রবি মৌসুমে শীতকালীন ৩২০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়।

লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয়েছে ৩ শ ৩০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি। এতে কাঁচা মরিচের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫শ ৮০ মেট্রিক টন। এ ছাড়াও জেলায় এবার গ্রীষ্মকালীন খরিপ-১ মৌসুমে ১৮৫ হেক্টর জমিতে মরিচের চাষ হয়। যেখানে মরিচের উৎপাদন হয়েছিল ৩৪০ মেট্রিক টন মরিচ। বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে চলতি ২০২২-২০২৩ মৌসুমের মরিচ।

গ্রীষ্মকালীন মরিচের সঙ্গে শীতকালীন মরিচ বাজারে আসতে শুরু করার ফলে দাম কিছুটা কমেছে বলে জানায় স্থানিয় কৃষি বিভাগ। জেলা শহরের নতুনহাট, মাছবাজার ও ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার ঘুরে দেখা যায় কাঁচা মরিচ পাইকারী বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। যদিও জেলা শহরের খুচরা বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক কৃষিবিদ মো: আব্দুল করিম জানান, আবহাওয়া ভাল থাকায় এবার মরিচের আবাদ ভাল হয়েছে। বাজারে আগাম জাতের মরিচের আমদানি হওয়ায় দাম একটু কমেছে বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |