বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ রোল মডেল

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ রোল মডেল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ রোল মডেল। এজন্য দেশে জাতীয় অভিযোজন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এতে সরকারের ব্যয় হচ্ছে জিডিপির ছয় থেকে সাত শতাংশ।
রবিবার (১১ ডিসেম্বর) সকালে, রাজধানীর ফরেন একাডেমিতে জলবায়ু নিয়ে এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় থেকে রক্ষায় সরকার সারাদেশে সাইক্লোন সেন্টার এবং বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে, যার ফলে মানুষ ও পশুপাখি রক্ষা করা সম্ভব হচ্ছে।
বঙ্গোপসাগরের কোলঘেঁষে কৃত্রিম ম্যানগ্রোভ বন সৃষ্টি করা হয়েছে। নাব্য ধরে রাখতে নদীগুলো খনন করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সরকারের নিজস্ব অর্থায়নে জলবায়ু ট্রাস্ট ফান্ড গঠন করেছে,পরিকল্পনা বাস্তবায়নে দুইশো ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |