শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরে চ্যাম্পিয়ন হয়েছিল: চট্টগ্রামের ফেসবুক পোস্টে হাস্যরস

আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরে চ্যাম্পিয়ন হয়েছিল: চট্টগ্রামের ফেসবুক পোস্টে হাস্যরস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুটা বেশ হতাশাজনক ভাবেই করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলের উদ্বোধনী ম্যাচেই সিলেট সিক্সার্সের কাছে বড় ব্যবধানে হেরেছে তারা। এদিন মিরপুরে আগে ব্যাটিং করে মাত্র ৮৯ রানেই শেষ হয় চট্টগ্রামের ইনিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় মাশরাফি বিন মর্তুজার দল সিলেট সিক্সার্স।

নিজেদের প্রথম ম্যাচেই দৃষ্টিকটু হারের পরও চট্টগ্রামের বিশ্বাস তারা চ্যাম্পিয়ন হবে। শুক্রবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফেসবুক পেইজে তেমনি কিছুর দেখা মিলেছে। সিলেটের বিপক্ষে হারের পর দলটির অফিসিয়াল ফেসবুকে পেইজে দেওয়া এক স্ট্যাটাসে আর্জেন্টিনার স্মৃতি মনে করিয়ে দেওয়া হয়। ওই পোস্টে লেখা হয়, ‘আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরেছিল, কিন্তু তারাই চ্যাম্পিয়ন হয়েছিল।’

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওই ফেসবুক পোস্ট ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে ভক্তদেরকে নানা হাস্যরসাত্মক মন্তব্যই বেশি করতে দেখা গেছে। পোস্টটিতে ২০ ঘন্টায় প্রায় ৬৫ হাজার রিয়েক্ট পড়েছে। যার মধ্যে প্রায় ৫৯ হাজার রিয়েক্টই এসেছে হাসির।

আয়মান আহমেদ নাফি একজন লিখেছে, উদ্বোধনী প্রথম ম্যাচে কাতার হেরেছিলো, তারা সবার আগে বিদায় নিয়েছিলো। রিদওয়ান প্রধান লিমন লিখেছেন, নিজেদের আর্জেন্টিনা মনে করা দলটি যদি কাতারের মতো হয়ে যায়?

মহিম উদ্দিন নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, বিপিএল বিনোদনের কেন্দ্র, তার সদর দপ্তর চট্টগ্রাম চেলেঞ্জার্স। ফাহিম চৌধুরী লিখেছেন, হ্যা। তবে আর্জেন্টিনার স্কোয়াডে যে প্লেয়ার গুলো ছিল। চট্টগ্রাম স্কোয়াডে তার ১০ শতাংশ প্লেয়ার মজুদ নেই। সুতরাং উপমা করতে হলে সবধিক দিয়ে বিবেচনা করতে হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |