শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

আপডেট
বনেকের উদ্যোগে ব্যাতিক্রমধর্মী শীতবস্ত্র বিতরণ

বনেকের উদ্যোগে ব্যাতিক্রমধর্মী শীতবস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা

চলছে শীতের মৌসুম। কাপঁছে সাড়া দেশ। দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে শৈত প্রবাহ। নিম্ন আয়ের মানুষেরা পরেছে বিপাকে। তাদের সাহায্যে এগিয়ে এসেছে দেশের বিভিন্ন সংগঠন।

প্রতিবছরের ন্যায় এবারও বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

আজ রবিবার (২৯ই জানুয়ারী) সকাল ১১ টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর উজানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ভোধন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও বিডি

২৪লাইভের এডিটর-ইন-চিফ আমিরুল ইসলাম আসাদ।উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , ত্রিশাল পৌরসভার প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মানিক সাইফুল, ত্রিশাল উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সানি, সাবেক ইউপি সদস্য মোঃ হায়দার আলী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক আতিকুল ইসলাম, তাসলিমা খাতুন, জামাল উদ্দিন, শাহিনুর আক্তার, তানজিম মুশতারি সহ স্কুলের সকল শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য অনুষ্ঠানটির সার্বিক সঞ্জালনায় ছিলেন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর সভাপতি নাগরিক সাংবাদিক খায়রুল আলম রফিক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাত্তর সম্পাদকে এইচ এম এ তারেক ভূইয়া।

ব্যাতিক্রমধর্মী এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ত্রিশাল পৌরসভার প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মানিক সাইফুল অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে সমাজকে মুক্ত করতে হলে সর্বপ্রথম পরিবারের ভূমিকা রাখা জরুরি। এরপর স্কুল শিক্ষক থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে ত্রিশাল উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সানি বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, সংগঠনটি প্রথম থেকেই নানা মানবিক কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রতিবছর শীত মৌসুমে সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ করে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আবাদী জমিতে চাষাবাদ করার পরামর্শ দিয়েছেন। তার সেই পরামর্শ শুনে অত্র স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হক স্যার উদ্যোগ নিয়ে

নানারকম সবজি চাষ করে এলাকায় আলোরন সৃষ্টি করেছেন। অনুষ্ঠানটির সমাপনি বক্তব্যে সভাপতি প্রধান শিক্ষক মোজাম্মেল হক বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, সংগঠনটি এই প্রথম আমার স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। যা সত্যি প্রশংসার দাবি রাখে। এসময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সহযোগীতায় স্কুলের সার্বিক উন্নতি সাধিত হয়েছে। সরকারে পরোক্ষ সহযোগীতা ব্যাতিত স্কুলটিকে এইপর্যায় আনা সম্ভব হতোনা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |