শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

৩ লক্ষ ইয়াবা পাচারের মামলায় ৪ মাদক কারবারিকে ১০ বছর করে কারাদণ্ড

৩ লক্ষ ইয়াবা পাচারের মামলায় ৪ মাদক কারবারিকে ১০ বছর করে কারাদণ্ড

তৌহিদ বেলাল, চট্টগ্রাম
৩ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট পাচারের মামলায় ৪ মাদক কারবারির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সাথে তাদের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ মার্চ) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী, পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের মুহাম্মদ গোলাম হোসেনের পুত্র মুহাম্মদ রফিক (৩৫), কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ার মৃত মুহাম্মদ হোসেনের পুত্র শরিফ হোসেন (৪৫), একই এলাকার উত্তরপাড়ার মৃত ছৈয়দুর রহমানের পুত্র হাবিবউল্লাহ (৪৪) ও একই উপজেলার নতুন পল্লানপাড়ার আবদুল গণির পুত্র মির আহমদ (৫১)।
আদালত রায় ঘোষণাকালে আসামি শরিফ হোসেন ও মির আহমদ কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপর দুই আসামি মুহাম্মদ রফিক ও হাবিবউল্লাহ পলাতক রয়েছেন বলে জানা গেছে।

আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন- অ্যাডভোকেট নুরুল মোস্তফা মানিক, অ্যাডভোকেট দিদারুল মোস্তফা, অ্যাডভোকেট রেজাউল করিম সিকদার, অ্যাডভোকেট মুহাম্মদ তানভির শাহ ও অ্যাডভোকেট সলিমুল মোস্তফা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |