শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

আপডেট
রেলের স্লিপারে বেহাল দশা!  

রেলের স্লিপারে বেহাল দশা!  

মিজানুর রহমান নওগাঁ
বাংলাদেশ রেলওয়ে একটি সম্ভাবনার নাম কিন্তু রেলের উন্নতি কোথায়? কোটি কোটি টাকার স্লিপার (ঢালাই) নষ্টের পথে কোনটি  ফেটে গেছে কোনটি আবার ভাঙ্গা। নওগার  রাণীনগর থেকে সান্তাহার পর্যন্ত এই প্রতিবেদক পায়ে হেঁটে ঘুরে দেখেছে। এসময় অনেকের সাথে কথা হয় এই প্রতিবেদকের তারা মনে করেন এই স্লিপার অচিরেই নষ্ট হয়ে যাবে নিম্ন মানের স্লিপার না দিয়ে ভালো মানের স্লিপার ব্যবহার করলে রাষ্ট্রের জন্যই ভালো। রাষ্ট্রের টাকায় এমন দূর্বল স্লিপার কেন? আগে যে কাঠের স্লিপার ছিল তাও ভালো ছিল কিন্তু ঢালাই কৃত স্লিপার প্রথমে দেখতে মনে হয়েছিল কত উন্নত তবে কয়েক বছররের ব্যবধানে দেখা যাচ্ছে স্লিপার গুলো ফেটে গেছে কোনটি ভেঙ্গে যাচ্ছে। সরকারের উচিত রেলওয়ের দিকে বিশেষ নজরদারি করা এমনটাই অভিমত অনেকের।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |