শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন
চট্টগ্রাম অফিস:চট্টগ্রাম চিড়িয়াখানায় একটি ক্যাঙ্গারু বাচ্চা দিয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) চিড়িয়াখানার কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে জানান।
জানা গেছে, গত বছরের ২১ অক্টোবর নেদারল্যান্ডস থেকে ছয়টি করে ক্যাঙ্গারু ও লামা আনা হয়। কোয়ারেন্টাইন চলাকালে একটি ক্যাঙ্গারু মারা যায়। পরবর্তীতে চিড়িয়াখানার তত্ত্বাবধানে থাকাকালে আরেকটি ক্যাঙ্গারু মারা যায়। সবশেষ চিড়িয়াখানায় চারটি ক্যাঙ্গারু ছিল। এরই মধ্যে নতুন মেয়ে ক্যাঙ্গারুর পেটের সঙ্গে থাকা থলেতে একটি বাচ্চা দেখা যায়।
চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ বলেন, নিজস্ব তহবিল থেকে সিংহ, ক্যাঙ্গারু, লামা, ওয়াইল্ড বিস্ট, ম্যাকাও পাখি কেনার প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ছয়টি ক্যাঙ্গারু আনা হয়েছিল। একটি মা ক্যাঙ্গারু সম্প্রতি বাচ্চা দিয়েছে।
পি .কে এইচ .এম .সালাহ উদ্দীন কাদের