শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

আপডেট
সোহাগ ইস্যুতে মুখ খুললেন সালাউদ্দিন

সোহাগ ইস্যুতে মুখ খুললেন সালাউদ্দিন

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে তাকে দুই বছরের জন্য বহিস্কার করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই ইস্যুতে মুখ খুলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। শনিবার (১৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এসে বাফুফে সভাপতি জানান, সোহাগ ইস্যুতে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করবেন তিনি। একই সঙ্গে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোহাগ কোর্ট অব অরবিট্রেশন ফর স্পোর্টসে যাবেন বলেও জানিয়েছেন সালাউদ্দিন।

সংবাদ সম্মেলনের শুরুতেই বাফুফে সভাপতি নিজের বক্তব্য তুলে ধরেন। সাংবাদিকরা অল্প কয়েকটি প্রশ্ন করার সুযোগ পেলেও সেগুলোর উত্তর দেননি বাফুফের এই শীর্ষ কর্তা। সংবাদ সম্মেলনের শুরুতেই কাজী সালাউদ্দিন বলেন, ‘আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একটা দুঃসংবাদে, খারাপ সংবাদে। বাংলাদেশের ফুটবল ফেডারেশেন সাধারণ সম্পাদক দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। আপনারা যেমন গতকাল ডকুমেন্ট পেয়েছেন। আমিও গতকালই জানতে পেরেছি। আজকেও ডকুমেন্টস পড়েছি তবে শেষ করতে পারি নাই। তার বিরুদ্ধে যা যা করার ছিল যেমন ব্যান করা, এটা আপনারা দেখেছেন সেটা হয়ে গেছে।’

বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ করে বাফুফে সভাপতি বলেন, ‘আমি জরুরি সভা করতে চেয়েছিলাম। সিনিয়র সহ-সভাপতিসহ তিনজন দেশের বাইরে থাকায় করতে পারিনি। কালকে সম্ভবত পৌঁছাবে। পরশু সভা করে তারপর সিদ্ধান্ত জানানো হবে।’

কিন্তু এই নিষেধাজ্ঞা নিয়ে বাফুফেরর অবস্থান কি? এ বিষয়ে পুরোটা খোলসা করেননি সালাউদ্দিন। তিনি বলেন, ‘আপাতত ফিফা যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেখানেই আছি। বাদবাকি বাফুফে কি সিদ্ধান্ত নেবে তার জন্য সকলকে দুদিন অপেক্ষা করতে হবে। সোমবার দিন ফিফা খুলবে এরপর আমি ফিফার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো। এরপর আমরা নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নিব আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |