শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

কুমিল্লায় শিক্ষক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় শিক্ষক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় কলেজশিক্ষক সুজন হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অনাদায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২ মে) সকালে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৫ এর বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জাকির, ইলিয়াস, কামাল, নয়ন ও জামাল। তারা সবাই কুমিল্লার সদর উপজেলা শহরের বাসিন্দা। এদের মধ্যে নয়ন, কামাল ও জামাল পলাতক রয়েছেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউ (পিপি) মো. জাকির হোসেন জানান, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে ২০১০ সালে ৮ অক্টোবর সদর উপজেলার বারোপোড়া মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক সুজনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ফারুক আজম পরদিন ৯ অক্টোবর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় দিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |