শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

আপডেট
আড়াই মাস পর প্রকাশ্যে, মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল ফুলবাড়িয়ায় সাবেক এমপি-ওসি-মেয়রসহ ১৮৫ জনকে আসামি করে মামলা দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে সাবেক স্ত্রীর হামলা আহত ৩ দেশে-বিদেশে বিপুল সম্পদ ‘ইমানদার এসআই রফিকুলের আজ চতুর্থ দফায় দলগুলোর সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা এমপি হওয়ার পথ ধরে এগিয়েছেন মন্ত্রিত্বের পথে, আর গড়েছেন সম্পদের পাহাড় গাজার জাবালিয়ায় ইসরায়েলি হামলা, ২১ নারীসহ নিহত ৩৩ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার আজ চতুর্থ দফা সংলাপের বসছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয় বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
লিচুর বাম্পার ফলন বাঁশখালীর জনপদে

লিচুর বাম্পার ফলন বাঁশখালীর জনপদে

ফারহানা মহসিন, চট্টগ্রাম
বাঁশখালীর কালিপুরের লিচুর কদর বাড়ছে। যখন লিচুর মৌসুম শুরু হয় তখন চট্টগ্রামের মধু ফলের সন্ধানীরা কালীপুরের লিচু একবারের জন্য হলেও স্বাদ নিতে চেষ্টা করেন। প্রচণ্ড গরমে আগেভাগে পাকছে বাঁশখালীর স্থানীয় জাতের লিচু। এখানকার কালীপুরের রসালো লিচু’র কদর রয়েছে সর্বত্র।এবার ফলনও বেশ ভালো হয়েছে। চায়না-থ্রি ও চায়না-টু জাতের লিচু ঝুলছে গাছে গাছে।

কৃষি অধিদফতর সূত্রে জানা যায়, বাঁশখালীতে উপজেলার কালীপুর, পুঁইছড়ি, চাম্বল, জলদী, বৈলছড়ি, সাধনপুরের পাহাড়ি এলাকায় লিচু চাষ হয়। ২০২০ সালে ৬০০ হেক্টর, ২০২১ সালে ৭০০ হেক্টর, ২০২২ সালে ৭২০ হেক্টর, চলতি বছর ৭৬০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। প্রতি হেক্টরে বীজের গাছ হয় প্রায় ২২০টি। কলমের নতুন জাতের চারা হয় ২৬০টি।

উপজেলার পুকুরিয়া, সাধনপুর, কালীপুর ও বৈলছড়িতে ৪–৫ কিলোমিটার পাহাড়ি এলাকাজুড়ে সড়কের পাশে, বাড়ির আঙ্গিনায়, পাহাড় ও লোকালয়ের বাগানে গাছে ঝুলছে থোকায় থোকায় লিচু। গাছের সঙ্গে টিন-জাল টাঙিয়ে চলছে পাখির কবল থেকে ফল রক্ষার চেষ্টা।ব্যবসায়ীরা বলছেন, চলতি সপ্তাহেই বাজারে মিলবে মধুমাসের এই রসালো ফল। বাগান মালিকদের সঙ্গে পাইকাররা ব্যস্ত দর কষাকষিতে। অনেক বাগান আগেই কিনে নিয়েছেন স্থানীয় পাইকারী ব্যবসায়ীরা। গত চার বছর ধরে বাঁশখালীতে লিচুর চাষাবাদ বাড়ছে।

কালীপুরের লিচু বাগান মালিক বেলাল উদ্দিন জানান, দুটি বাগানের লিচু পাইকারী ব্যবসায়ীদের কাছে আগাম বিক্রি করেছি। ফলন ভালো হয়েছে। গত বছর একশ লিচু ২০০-৪০০ টাকায় বিক্রি হয়েছে। এবারও একই দামেই বিক্রি হবে বলে আশা করছি। কালীপুরের লিচুর আলাদা কদর আছে বাজারে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সালেক বলেন, বাঁশখালীতে স্থানীয় উন্নত জাতের কালীপুরী লিচু, বোম্বাই, চায়না-থ্রি, মোজাফ্ফরপুরী লিচুর আবাদ বেড়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য মৌসুমী ফলের মতো লক্ষ্যমাত্রার চেয়ে লিচুর ভালো ফলন হয়েছে। ৪-৫দিনের মধ্যে আগাম জাতের লিচু বাজারে আসবে। এ বছর ৭৬০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। আমরা কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে বাগান মালিকদের সহযোগিতা করেছি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |