রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

আপডেট
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের মামলায় কিং আলী গ্রেপ্তার এস আলমের অর্থপাচারে দেউলিয়া প্রায় ৬ ব্যাংক বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের নতুন কমিটি গঠন “সভাপতি আজিবুর, সম্পাদক তানভীর, সহ-সভাপতি সোহেল বিন আজাদ” বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আওয়ামী লীগ জুলুমবাজ দল: জামায়াত আমির জামায়াতের কর্মী সম্মেলনে কুরআনের আয়াত পড়ে বক্তব্য দিলে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ পবিবর্তনে হাল ধরতে হবে: মাসুদুর রহমান কক্সবাজারে এক নারী মানষিক ভারসাম্যহীন হয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা  টঙ্গীতে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন পূর্বধলার শিবপুরে কৃষক রবিকুল হত্যার শাস্তির দাবিতে মানববন্ধন
এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা

এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা

অনলাইন  ডেস্ক:

এশিয়া কাপের ১৬তম আসরে প্রায় ২১ দিনের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচের পরপরই টিম হোটেল ত্যাগ করে সাকিব বাহিনী।

এবারের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যে লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কা ও পাকিস্তানে গিয়েছিল লাল-সবুজেরা, তা পূরণ হয়নি। কেবল শেষ ম্যাচে ভারতের বিপক্ষে যে জয়টা এসেছে, তা আরও বেশি আফসোস বাড়িয়েছে। কেননা, সুপার ফোরের নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জয় পেলে ফাইনালে খেলত সাকিবরা। তবে শেষ পর্যন্ত এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১১ বছর পর জয় ছিনিয়ে দেশে ফিরলো টাইগাররা। শনিবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাকিব বাহিনী।

তবে এবার এশিয়া কাপে ভালো কিছু করার লক্ষ্য নিয়ে দেশ ছাড়লেও বাংলাদেশ দলকে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে একপ্রকার খালি হাতেই। এবারের আসরে খেলা পাঁচ ম্যাচের মধ্যে কেবল দুটিতে জয় মিলেছে। গ্রুপ পর্বে আফগানিস্তান আর সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে হারানোটাই এবারের আসরে বাংলাদেশের অর্জন। বাকি তিন ম্যাচেই হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে সাকিব অ্যান্ড কোংদের। এর সবগুলোতেই ছিল ব্যাটিং ইউনিটের ব্যর্থতা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ব্যর্থতায় ভরা এশিয়া কাপ শেষ করেছে বাংলাদেশ।

এদিকে আপাতত বিশ্রাম নেই বাংলাদেশের। কারণ, দরজায় কড়া নাড়ছে নিউজিল্যান্ড সিরিজ। আগামী ২১ সেপ্টেম্বর মাঠে গড়াবে দুই দলের ওয়ানডে সিরিজটি। আর সেটিতে অংশ নিতে ১৭ সেপ্টেম্বর ঢাকা আসবে কিউইরা। অন্যদিকে গুঞ্জন রয়েছে, বিশ্বকাপের কথা চিন্তা করে বেশ কয়েকজন ক্রিকেটারকে এই সিরিজ থেকে বিশ্রামে রাখার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে সাকিব, মুশফিক, তাসকিনকে।

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শেষ করেই বিশ্বকাপের বিমানে চাপবে টাইগাররা। ৫ অক্টোবর থেকে শুরু হবে দেড় মাসের এই মহাযজ্ঞ।

বাংলাদেশের বিশ্বকাপ মিশনটা শুরু হবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে। তবে এর আগে ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ছাড়া ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |