রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

আপডেট
ময়মনসিংহে গুম-খুনের আলোকচিত্র নিয়ে ‘ফ্যাসিস্ট প্রদর্শনী’ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের মামলায় কিং আলী গ্রেপ্তার এস আলমের অর্থপাচারে দেউলিয়া প্রায় ৬ ব্যাংক বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের নতুন কমিটি গঠন “সভাপতি আজিবুর, সম্পাদক তানভীর, সহ-সভাপতি সোহেল বিন আজাদ” বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আওয়ামী লীগ জুলুমবাজ দল: জামায়াত আমির জামায়াতের কর্মী সম্মেলনে কুরআনের আয়াত পড়ে বক্তব্য দিলে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ পবিবর্তনে হাল ধরতে হবে: মাসুদুর রহমান কক্সবাজারে এক নারী মানষিক ভারসাম্যহীন হয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা  টঙ্গীতে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন
বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে

বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে

বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে

মোঃ জাহিদ হাসান : বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় রাত সাড়ে আটটা নাগাদ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা। এর আগে ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৩টি ও নাসুম আহমেদ ২টি উইকেট শিকার করেছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ম্যাচ শুরুর ২২ মিনিটের মাথায় বৃষ্টি হানা দিলে খেলা বন্ধ থাকে। তখন পর্যন্ত কিউইদের সংগ্রহ ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান। দীর্ঘ দুই ঘন্টা পরে খেলা পুনরায় মাঠে গড়ালে কমে আসে ম্যাচের পরিধি। ৫০ ওভারের খেলা নেমে আসে ৪২ ওভারে। ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে অসাধারণ একটি লেন্থ বলে ওপেনার ফিন অ্যালেনের উইকেট তুলে নেয় ক্যাটার মাস্টার মুস্তাফিজ।

২০ বল খেলে ১ বাউন্ডারিতে ৯ রান করে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দী হয়ে সাজঘরে ফেরেন তিনি। নবম ওভারে আবারও মোস্তাফিজের হানা। এবার ১ রান করা চ্যাড বোয়েসকে একইভাবে আউট করেন তিনি। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়লে ইনিংসের হাল ধরেন উইল ইয়ং ও হেনরি নিকোলাস। এই জুটি ১১৭ বলে ৯৭ রান করলে আবারও মুস্তাফিজের হানা। এবার এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন ৫৭ বলে ৪৪ রান করা হেনরি নিকোলাসকে।

তবে জুটি ভাঙার আগে ৮৩ বলে ফিফটি তুলে নেন উইল ইয়ং। নিকোলাসের আউটের পরে ইয়ংও সাজঘরে ফেরেন ৫৮ রান করে। ৩১ তম ওভারে নাসুম আহমেদের বলে স্টাম্পিং হয়ে মাঠ ছাড়েন তিনি। একই ওভারের ৪র্থ বলে ছয়ে খেলতে আসা রাচিন রবীন্দ্রও আউট হয়। নাসুমের জোড়া উইকেটের কিছুক্ষণ পরেই আবারও বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। তখন পর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান করে কিউইরা।

পরে রাত ৮টা ২৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করে খেলা শুরু করার কোনো সম্ভাবনা না দেখে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা। আগামী ২৩ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ২য় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |