রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

আপডেট
শিক্ষা বোর্ডে পাথর-লাঠি-কাঠ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা টাকা ফেরতের আশ্বাসে প্রতারণা, ধর্ম মন্ত্রণালয়ের সতর্কতা জারি পটিয়া স্কুল মাঠে এস আলম গ্রুপের চেয়ারম্যানের মায়ের জানাজা সম্পন্ন আমিও প্রতিদিন ফেসবুকে একটা করে স্ট্যাটাস দেব: শান্ত মান্দায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল পারিবারিক কলহে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড দিনের আলোয় গাড়ি থামিয়ে ১১ লাখ টাকা ছিনতাই ছাত্র আন্দোলনে হামলার মামলায় টঙ্গীর সাবেক ২ কাউন্সিলর গ্রেফতার বৈষম্যহীন ফলাফলের দাবিতে ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আ. লীগের ১২শ নেতাকর্মীর নামে মামলা
১৫৬ রানেই গুটিয়ে গেল আফগানদের ইনিংস

১৫৬ রানেই গুটিয়ে গেল আফগানদের ইনিংস

খেলাধুলা সংবাদ 

টস হেরে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরান যেভাবে শুরু করেছিলেন, তাতে মনে হচ্ছিলো আজ বাংলাদেশের সামনে অনেক বড় লক্ষ্য দাঁড় করাবে আফগানিস্তান। কিন্তু আফগান ওপেনারদের শুরুর ধাক্কা সামলে বাংলাদেশ খুব দ্রুতই ম্যাচে ফিরে আসে এবং আফগানদের ব্যাটারদের চেপে ধরে। শেষ পর্যন্ত সাকিব, মিরাজ, শরিফুল এবং মোস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৩৭.২ ওভারেই ১৫৬ রানে অলআউট হয়ে গেছে আফগানিস্তান। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে তিনি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কারণটা ছিল, সকালের হালকা ভেজা আবহাওয়ায় পেসাররা সুবিধা নিতে পারবে- এ কারণে। কিন্তু বোলিং করতে আসার পর মোস্তাফিজ, শরিফুল কিংবা তাসকিনরা যেন খেই হারিয়ে ফেলছিলেন বারবার দুই আফগান ওপেনারের সামনে।

৮.২ ওভারের আগ পর্যন্ত যেন কুল-কিনারাই পাচ্ছিলো না বাংলাদেশ। শেষ পর্যন্ত সাকিব আল হাসান ব্রেক থ্রু এনে দিলেন প্রথম। এরপরও বাংলাদেশ দলের মাথা ব্যথার কারণ হয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। তিনি একাই যেন আফগানদের ইনিংস টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করছিলেন। শেষ পর্যন্ত মোস্তাফিজের স্লোয়ারে ধরা খেয়ে ৪৭ রানে গুরবাজ আউট হওয়ার পর সব শঙ্কা দুর হয়ে যায়। বাকি উইকেটগুলো ভাগাভাগি করে তুলে নিতে মোটেও কষ্ট হয়নি সাকিব, মিরাজ, শরিফুল, মোস্তাফিজ এবং তাসকিন আহমেদদের।

ইনিংসের ৯ম ওভারের দ্বিতীয় বলে সুইপ শট খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে প্রথম সাজঘরে ফেরেন ইবরাহিম জাদরান। ২৫ বলে ২২ রান করে আউট হলেন আফগান এই ওপেনার। তাদের দলীয় রান তখন ৪৭।

এরপর দ্বিতীয় উইকেট নিতেও সাকিবেই ভরসা করতে হলো বাংলাদেশ দলকে। আফগান ব্যাটাররা যখন ভয়ঙ্কর রূপ ধারণ করতে যাচ্ছিলো, তখন সাকিবের বলেই ক্যাচ তুলছেন তারা। সে ধারাবাহিকতায় আফগান টপ অর্ডার রহমত শাহের উইকেটটাও নিলেন সাকিব আল হাসান। ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলে মিড অফে ক্যাচ তুলে দেন রহমত। সেই ক্যাচ তালুবন্দী করে নেন লিটন দাস। ৮৩ রানের মাথায় পড়লো আফগানদের দ্বিতীয় উইকেট।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |