শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন

আপডেট
পুলিশের পাহারায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়

পুলিশের পাহারায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়

পুলিশের
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ রোববারও ঢাকার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের কঠোর অবস্থান রয়েছে। গত ২৯ অক্টোবর থেকে আট দিন ধরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়ে রেখেছে।

আজ দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অন্তত ৪০ পুলিশ সদস্য অবস্থান করছেন। কার্যালয়ের মূল ফটকে এখনো তালা ঝুলছে।

আরও পড়ুন: বগুড়ায় মহাসড়কে অবরোধ–সমর্থকদের যানবাহন ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ

নির্বাচন কমিশন সংলাপের আহ্বান জানিয়ে বিএনপিকে যে চিঠি দিয়েছিল, সেই চিঠিগুলোও ফটকের ভেতরে একটি প্লাস্টিকের চেয়ারে পড়ে আছে। এরই মধ্যে গতকাল শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সেই সংলাপ হয়ে গেছে।

সরেজমিনে আরও দেখা যায়, নয়াপল্টন এলাকা হয়ে যানবাহনের খুব একটা চলাচল নেই। এই এলাকা হয়ে রিকশা ও সিএনজি বেশি চলাচল করছে।

বিএনপি ঘোষিত অবরোধের সমর্থনে নয়াপল্টন এলাকায় কোনো মিছিল ও পিকেটিং করতে দেখা যায়নি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশেও বিএনপির কোনো নেতা–কর্মীদের উপস্থিতি চোখে পড়েনি।

 

প্রতিদিনের কাগজ/এসআর

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |