শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

আপডেট
গোয়েন্দা পুলিশের অভিযানে বন্দুক-গুলিসহ গ্রেপ্তার ১

গোয়েন্দা পুলিশের অভিযানে বন্দুক-গুলিসহ গ্রেপ্তার ১

রেজাউল  করিম  রেজা : ময়মনসিংহে হাবিবুর রহমান হবি নামের একজনকে বন্দুক-গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৪ জানুয়ারি) বিকেলে গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় খুরশীদ মহল ব্রিজে টোল বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। এ সময় তার কাছ থেকে একটি রিভলভার, একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ জানান, স্থানীয় দত্তের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের ছেলে লিটন মিয়াকে হত্যার জন্য বিএনপি নেতা ফরিদ, জাহাঙ্গীর মেম্বার, আলাল সান ও সোহেলের কাছ থেকে দুই লাখ টাকায় চুক্তিবদ্ধ হন হবি। পরে ১০ জানুয়ারি লিটন মিয়াকে রাতের আঁধারে একনলা বন্দুক দিয়ে গুলি করে পালিয়ে যান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। এ ঘটনায় লিটন মিয়ার বাবা পাগলা থানায় মামলা করেন। এ ছাড়া হবির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ আরও তিনটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |