বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবুল হাসনাত মিনহাজ, চট্টগ্রাম: চট্টগ্রাম আজ ২৭ ফেব্রুয়ারি’২০২৪খ্রি. একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে নগরীর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের উদ্যোগে গতকাল ওয়ার্ড কার্যালয় চত্বরে ভাষা শহিদ স্মরণে স্থানীয় শিশু-কিশোরদের মাঝে এক চিএাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চিত্রাংকন প্রতিযোগিতা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চারুশিল্পী হাবিব উল্লাহ্ বাহার, যুবলীগ নেতা আরিফুল আলম আরাফাত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চিত্রাংকনে বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণকালে গোলাম মোহাম্মদ জোবায়ের বলেন, একুশের প্রত্যয়ে জেগে ওঠো বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে শিশু কিশোরদের মেধাবিকাশ ও বায়ান্নের ভাষা শহীদের স্মৃতি নতুন প্রজ্জমের শিশু-কিশোরদের মাঝে তুলে ধরতে এ আয়োজন। তাদের বায়ান্নের ভাষা আন্দোলন ও একাত্তরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে অবহিত করতে হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |