শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

আপডেট
আড়াই মাস পর প্রকাশ্যে, মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল ফুলবাড়িয়ায় সাবেক এমপি-ওসি-মেয়রসহ ১৮৫ জনকে আসামি করে মামলা দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে সাবেক স্ত্রীর হামলা আহত ৩ দেশে-বিদেশে বিপুল সম্পদ ‘ইমানদার এসআই রফিকুলের আজ চতুর্থ দফায় দলগুলোর সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা এমপি হওয়ার পথ ধরে এগিয়েছেন মন্ত্রিত্বের পথে, আর গড়েছেন সম্পদের পাহাড় গাজার জাবালিয়ায় ইসরায়েলি হামলা, ২১ নারীসহ নিহত ৩৩ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার আজ চতুর্থ দফা সংলাপের বসছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয় বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
আইপিএলে বিরল রেকর্ড রাসেলের

আইপিএলে বিরল রেকর্ড রাসেলের

স্পোর্টস ডেস্ক: আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে বেশ বিপর্যয়ে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। যখন দলটি বড় পুঁজি পাওয়া নিয়ে শঙ্কায়, তখন আন্দ্রে রাসেল ক্রিজে নেমে বিধ্বংসী ইনিংসে দলীয় রান দুইশ পেরিয়ে দেন। ২৫ বলে ৬৪ রানের পাশাপাশি, দুই উইকেট শিকার করেন এই তারকা অলরাউন্ডার। পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও, দুই উইকেট নিয়ে তিনি বিরল এক রেকর্ড গড়ে ফেলেছেন।বিশ্বের দ্বিতীয় কোনো ক্রিকেটার হিসেবে আইপিএলের ইতিহাসে দুর্দান্ত এক ডুয়েলের অধিকারী হয়েছেন রাসেল। তবে এর আগে আর কোনও বিদেশি ক্রিকেটার ওই কৃতিত্ব অর্জন করতে পারেননি। ঘরের মাঠ চিন্নাস্বামীতে বেঙ্গালুরু আগে ব্যাটিং করে কলকাতার বিপক্ষে। তাদের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ের সুযোগ হয়নি রাসেলের।

তবে তিনি ম্যাচে ৪ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। দারুণ এই বোলিংয়ের কল্যাণে অনবদ্য এক ব্যক্তিগত মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ক্যারিবীয় তারকা।আইপিএলে দুই হাজার রানের পাশাপাশি তিনি ১০০ উইকেট পেয়েছেন। তার আগে কেবল একজনের বিরল এই কীর্তিতে নাম রয়েছে। ২০০০ রান ও ১০০ উইকেট নেওয়ার প্রথম রেকর্ড গড়েছিলেন কেবল রবীন্দ্র জাদেজা। ভারতীয় এই অলরাউন্ডার এখন আইপিএলের ১৭৫ ইনিংসে ব্যাট করে তুলেছেন ২৭২৪ রান। একইসঙ্গে ১৯৯ ইনিংসে বল করে শিকার করেছেন ১৫২ উইকেট।জাদেজার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন কীর্তিতে নাম তোলা রাসেল আইপিএলের ৯৭ ইনিংসে ব্যাট করে ২৩২৬ রান এবং ১০০ ইনিংসে সমান ১০০ উইকেট নিয়েছেন। তবে সবমিলিয়ে বিশ্বের ২৪তম বোলার হিসেবে আইপিএলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ক্যারিবিয়ান তারকা। এছাড়া সপ্তম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ উইকেট দখল করেছেন রাসেল।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |