শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

আপডেট
কোহলিকে নিয়ে দুশ্চিন্তায় পাকিস্তান

কোহলিকে নিয়ে দুশ্চিন্তায় পাকিস্তান

কোহলিকে নিয়ে দুশ্চিন্তায় পাকিস্তান

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন বিরাট কোহলি।  ভারতীয় তারকা এ ব্যাটসম্যান ইতোমধ্যে ৮০টি সেঞ্চুরি করে কিংবদন্তি শচিন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির রেকর্ড ভাঙার পথেই রয়েছেন।

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেই ম্যাচের আগে কোহলিকে নিয়ে দুশ্চিন্তায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।  বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা যদি উইকেটে একবার সেট হয়ে যেতে পারেন, তাহলে প্রতিপক্ষকে তুলোধুনো করে ছাড়বেন। তাইতো বিশ্বকাপে ভারতের মুখোমুখি হওয়ার আগে কোহলিদের নিয়ে দুশ্চিন্তায় পাকিস্তান ক্রিকেট দল।

এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘আমরা সব দলের বিপক্ষে পরিকল্পনা তৈরি করছি। বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। আমরা ওকে আটকানোর কৌশল বের করব।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |