শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন

আপডেট
ফের পেছাল আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার প্রতিবেদন

ফের পেছাল আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার প্রতিবেদন

অনলাইন  ডেস্ক: ঢাকার আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বুধবার (৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদুল আলম আগামী ১০ জুন নতুন দিন ধার্য করেন।

এর আগে, গত বছরের ২০ নভেম্বর দুপুরে ঢাকার জজ আদালতের সামনে পুলিশের ওপর পিপার স্প্রে করে ওই দুই আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। তারা প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ ঘটনায় কোতোয়ালি থানায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ছিনিয়ে নেওয়া দুই আসামি হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেটশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |