শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

আপডেট
চট্টগ্রামে বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ক সেমিনার

চট্টগ্রামে বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ক সেমিনার

চট্টগ্রামে বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ক সেমিনার

চবি প্রতিনিধি : চট্টগ্রামে বৃক্ষরোপণের গুরুত্ব ও সেচ্ছাসেবকদের উৎসাহিত করতে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) ‘১/২৪ সোশ্যাল মুভমেন্ট অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’র উদ্যোগে নগরের সিআরবিতে এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নাজিম উদ্দীন। বক্তব্যে তিনি পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানোর প্রয়োজনীয়তা ও পরিচর্যার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া সংগঠনটির ১ লাখ গাছ লাগানোর ক্যাম্পেইনকে এগিয়ে নিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি-৪ এর গভর্নর এডভাইজর লায়ন তাহের আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন মুসাইদাহ ফাউন্ডেশনের সভাপতি আবু হাসান, সমাজকর্মী মো. কায়সার আলী চৌধুরী ও মার্ট প্রোমোটারের কর্মকর্তা আশরাফুল আলম। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকরা বৃক্ষরোপণ এবং সবুজায়নের প্রয়োজনীয়তা বিষয়ক বিভিন্ন পোস্টার প্রদর্শন করেন এবং নতুন স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক রুবেল দাশ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |