শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

আপডেট
নোবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত

রাজু মিয়া, নোবিপ্রবিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে মানসম্মত প্রশ্নপত্র প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুন নবী। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (আইসিই) চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আশিকুর রহমান খান ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন।

বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতির গুণগত মান নিশ্চিতের ক্ষেত্রে মানসম্মত প্রশ্নপত্র প্রণয়নের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য শিক্ষকদের উচিৎ শিক্ষার্থীদের শিখন মান যাচাইয়ে প্রণীত প্রশ্নপত্রে স্বীকৃত মানদণ্ডগুলো অনুসরণ করা। প্রশ্নপত্রের মান উন্নয়নের ক্ষেত্রে ব্লুমস্ টেক্সোনমির ব্যবহার, মানসম্পন্ন প্রশ্ন প্রণয়নের কৌশল এবং অন্যান্য বিষয় সম্পর্কে পরবর্তীতে আলোচকরা বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |