শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন

আপডেট
তুরস্ক রুখে দিল ইউরো চ্যাম্পিয়নদের

তুরস্ক রুখে দিল ইউরো চ্যাম্পিয়নদের

নিজস্ব  প্রতিবেদক: টানা দুই ফিফা বিশ্বকাপের বৈতরণী পার হতে পারেনি ইউরোপের অন্যতম পরাশক্তি ইতালি। কিন্তু সবাইকে চমকে দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ২০২১ সালের আসরে ট্রফি উঁচিয়ে ধরে তারা। তবে আরেকটি ইউরো যখন আসন্ন, প্রস্তুতিটা ঠিকঠাক নিতে পারল না আজ্জুরিরা। প্রীতি ম্যাচে তুরস্কের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা।

মঙ্গলবার রাতে বোলোনিয়ার রেনাতো স্টেডিয়ামে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সমানে-সমানে লড়েছে তুরস্ক। বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণ, সবক্ষেত্রে। গোলের জন্য ইতালিয়ানরা ১১টি আর তুর্কিরা ১০টি শট নিতে পারে। যার মধ্যে দুই দলেরই দুটি করে শট লক্ষ্যে ছিল।

নিজেদের ঝালিয়ে নিতে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ইতালি। মূল পর্বের লড়াইয়ের আগে আগামী সোমবার বসনিয়ার মুখোমুখি হবে তারা। আর নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার পোল্যান্ডের মুখোমুখি হবে তুরস্ক। ইউরোয় ‘এফ’ গ্রুপে তুরস্কের সঙ্গে আছে জর্জিয়া, পর্তুগাল ও চেক রিপাবলিক।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |