শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

আপডেট
ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

নুরনবী,জামালপুর: জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন মহিষা বাদুরীয়া গ্রামের মোঃ আবুল কাশেম এর কন্যা। মোছাঃ কাঞ্চন সাথী ঢাকা থাকাবস্থায় প্রায় ১০ বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের রিপন সরকারের ছেলে মোঃ সাইফুল ইসলাম ওরফে সরল এর সহিত বিবাহ হয়। কিছুদিন যাবৎ মোঃ সাইফুল ইসলাম ওরফে সরল শ্বশুর বাড়ীতে বসবাস শুরু করেন। মোঃ সাইফুল ইসলাম ওরফে সরল বিভিন্ন পরিবারিক বিষয়াদি নিয়ে প্রায়শই ভিকটিমের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হন।

গত ১৬ জুন সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় আসামী মোঃ সাইফুল ইসলাম সরল ও মোছাঃ কাঞ্চন সাথী ভাটারা বাজার হতে ঈদের কেনাকাটা শেষে বাড়ীতে আসার সময় মোছাঃ কাঞ্চন সাথী বসত বাড়ীর পেছনের কাচা রাস্তায় পৌছা মাত্রই পূর্বের ন্যায় পারিবারিক বিষয়াদি নিয়ে উভয়ে মধ্যে কলহের সৃষ্টি হয়। উক্ত দাম্পত্য কলহের একপর্যায়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামীর সঙ্গে থাকা ধারালো চাকু দিয়ে মোছাঃ কাঞ্চন সাথী‘কে খুন করার উদ্দেশ্যে তার বাম পেটে পরপর দুইটি গাই মারিয়া গুরুতর পেট কাটা রক্তাক্ত জখম করে। মোছাঃ কাঞ্চন সাথী গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করার লক্ষ্যে এলোপাতারী ভাবে কিল ঘুষি, লাথি মেরে পেট সহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। এমতাবস্থায়, মোছাঃ কাঞ্চন সাথীর আত্ম চিৎকার শুনে পরিবার ও আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামী কৌশলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে, ভিকটিমকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার পূর্বক সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। উক্ত ঘটনায় নিহতের চাচাতো ভাই মোঃ খোরশেদ আলম (৩৬) জামালপুর জেলার সরিষাবাড়ী থানায় হাজির হইয়া বাদী হয়ে অভিযোগ দাখিল করলে অফিসার-ইনচার্জ, সরিষাবাড়ী থানার মামলা নং-০৯/৮৪, তারিখ-১৭/০৬/২০২৪ ইং, ধারা- ৩২৩/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড হত্যা চেষ্টা মামলা রুজু করেন। পরবর্তীতে, মোছাঃ কাঞ্চন সাথী মঙ্গলবার রাত অনুমান ১২.০০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন।

উক্ত মৃত্যুর পর মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ শফিউল আলম জানায় যে, উক্ত মামলায় ধারা- ৩০২ পেনাল কোড সংযোজন করা হয়েছে। উক্ত ঘটনাটি মিডিয়ায় অধিকাংশ সংবাদ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকে মামলার একমাত্র আসামী মোঃ সাইফুল ইসলাম ওরফে সরল গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়। এরুপ নেক্কারজনক ঘটনার সংবাদ প্রাপ্তির পর থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে হত্যাকান্ডের ২৪ ঘন্টা মধ্যে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ও র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি বিশেষ যৌথ আভিযানিক দল ইং ২০ জুন রাত অনুমান ০২.০৫ ঘটিকায় দিনাজপুর জেলার হাকিমপুর হিলি বাজার এলাকা হতে মোঃ সাইফুল ইসলাম ওরফে সরল(৩০), পিতা-মোঃ রিপন সরকার, সাং-বাসুদেবপুর, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর‘কে গ্রেফতার করে। গ্রফতারকৃত আসামীকে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |