শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

আপডেট
বিক্ষোভে উত্তাল ময়মনসিংহ, শিক্ষার্থীদের দখলে রাজপথ

বিক্ষোভে উত্তাল ময়মনসিংহ, শিক্ষার্থীদের দখলে রাজপথ

ময়মনসিংহ  অফিস: কোটা আন্দোলনের পক্ষে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহ নগরী। নগরীর টাউন হল মোড় অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে কোটা প্রথা বাতিলের দাবিতে স্লোগান দেন। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টায় টাউন হল তিন রাস্তার মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন কলেজ, নটর ডেম কলেজ, জিলা স্কুল ও নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক অবরোধের কারণে আটকা পড়েছেন যানবাহনের যাত্রীরা। এ সময় যানবাহন ও যাত্রীদের বিকল্প সড়কে হেঁটে যেতে দেখা গেছে। শিক্ষার্থীরা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ দফায় দফায় হামলা করে শত শত নিরীহ শিক্ষার্থীদের আহত করেছে। এই অন‍্যায় মেনে নেওয়া হবে না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। অন‍্যথায় ছাত্রসমাজ আরও কঠোর হতে বাধ্য হবে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, ক‍্যাম্পাসে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি পালন করতে দিচ্ছে না। তাই ক‍্যাম্পাসের শিক্ষার্থীরা ময়মনসিংহ নগরীতে এসে কোটাবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |