শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

আপডেট
সহিংসতার ঘটনায় সারাদেশে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ২২৮

সহিংসতার ঘটনায় সারাদেশে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ২২৮

সহিংসতার ঘটনায় সারাদেশে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ২২৮

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২২৮ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। যাদের মধ্যে রাজধানী ঢাকায় ৫৫ জন এবং ঢাকার বাইরে ১৭৩ জন রয়েছেন। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় এলিট ফোর্স র‍্যাব।

বার্তায় বলা হয়, সাম্প্রতিক সময়ে নাশকতার অভিযোগে ঢাকায় ৫৫ জন ও ঢাকার বাইরে ১৭৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। কোটা সংস্কার আন্দেলনের মধ্যে গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাজধানীজুড়ে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা।

তারা মহাখালীতে সেতুভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাসহ রাজধানীর শতাধিক সরকারি স্থাপনায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে বহু সরকারি গাড়ি ও মূল্যবান জিনিস আগুনে পুড়ে নষ্ট হয়েছে। রাজধানীজুড়ে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১৬০টি মামলা হয়েছে। গ্রেপ্তার দুই হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মী এবং সরাসরি নাশকতার সঙ্গে জড়িতরা আছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |