শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন

আপডেট
জয়পুরহাটে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাট প্রতিনিধি :বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটের একটি কলেজের শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল (১৮) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে নিহত নজিবুল সরকার বিশালের বাবা মজিদুল সরকার বাদী হয়ে আদালতে মামলাটি করেন। জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আতিকুর রহমান মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নথিভুক্ত করতে সদর থানাকে নির্দেশ দেন। বিষয়টি বাদী পক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জয়পুরহাটের দুইজন সাবেক সংসদ সদস্যসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এরআগে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে আইনঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নজিবুল সরকার বিশাল (১৮)  নিহত হন। তিনি পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের  মজিদুল সরকারের ছেলে। নজিবুল সরকার পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।  ঘটনার ১৪ দিন পর আজ রোববার নিহত নজিবুল সরকার বিশালের বাবা বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |