শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

আপডেট
গাজার কেন্দ্রীয় মসজিদে ইসরায়েলের হামলা, নিহত ১৮

গাজার কেন্দ্রীয় মসজিদে ইসরায়েলের হামলা, নিহত ১৮

গাজার কেন্দ্রীয় মসজিদে ইসরায়েলের হামলা, নিহত ১৮

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার কেন্দ্রীয় মসজিদে দখলদার ইসরায়েলের হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। রোববার (৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়। এতে বলা হয়, ইসরায়েলি বাহিনী কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছে, দেইর আল-বালাহ এলাকার ওই মসজিদে ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবে ব্যবহার করছিল হামাস। যার কারণে তারা সেখানে বোমা হামলা চালিয়েছে। দখলদারদের হামলায় ১৮ জন নিহতের পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের খুঁজে বের করার চেষ্টা করছেন।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দখলদারদের হামলায় এখন পর্যন্ত ৪১ হাজার ৮২৫ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় এক লাখ। এ ছাড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। বাস্তুচ্যূত হয়েছেন প্রায় ২৩ লাখ মানুষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তি করতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা এখনও সফল হয়নি। যুদ্ধের অবসান ঘটাবে, এমন চুক্তি চায় হামাস। অন্যদিকে হামাসকে নিশ্চিহ্ন করার মাধ্যমেই যুদ্ধের পরিণতি সম্ভব বলে দাবি ইসরায়েলের।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |