শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:২২ অপরাহ্ন

আপডেট
ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহরে হিজবুল্লাহর রকেট হামলা

ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহরে হিজবুল্লাহর রকেট হামলা

ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহরে হিজবুল্লাহর রকেট হামলা

অনলাইন ডেস্ক: হিজবুল্লাহর ছোড়া রকেট ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ আজ সোমবার (৭ অক্টোবর) ভোরে এই খবর জানিয়েছে। হিজবুল্লাহ বলেছে, হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তারা ‘ফাদি ১’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, দুটি রকেট ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূল হাইফায় আঘাত হেনেছে এবং অন্য পাঁচটি ৬৫ কিলোমিটার (৪০ মাইল) দূরে টাইবেরিয়াসে আঘাত করে। পুলিশ জানিয়েছে, এসব হামলায় কিছু ভবন ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, বৈরুতে তাদের যুদ্ধবিমান হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। যেখানে গোয়েন্দা তথ্য সংগ্রহের উপায়, কমান্ড সেন্টার এবং আরো কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বৈরুত শহরের কেন্দ্রস্থলে আবাসিক ভবনগুলোতে ইচ্ছাকৃতভাবে কমান্ড সেন্টার স্থাপন এবং অস্ত্রশস্ত্র রেখে বেসামরিকদের জীবন বিপন্ন কারার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |