শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

আপডেট
খাগড়াছড়িতে দুর্গম এলাকায় খাবার পৌঁছে দিয়েছে সেনাবাহিনী

খাগড়াছড়িতে দুর্গম এলাকায় খাবার পৌঁছে দিয়েছে সেনাবাহিনী

এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দূর্গম এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উপহার হিসেবে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি সেনা জোন।

১০ অক্টোবর সকালে দুর্গোৎসব উপলক্ষে মহালছড়ি সেনা জোনের আওতাধীন দুর্গম এলাকাগুলোতে ২ শতাধিক বিভিন্ন ধর্মালম্বীর মানুষের ঘরে ঘরে গিয়ে এ উপহার সামগ্রী পৌঁছে দেয় মহালছড়ি সেনা জোনের সেনা সদস্যরা।

এ সময় মহালছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া (পিএসসি) এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পাশাপাশি মহালছড়ি সেনা জোনের আওতাধীন পূজামণ্ডপ গুলোতে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |