শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

রাশেদ খান মেনন ও কণ্ঠশিল্পী মমতাজের অ্যাকাউন্ট ফ্রিজ

রাশেদ খান মেনন ও কণ্ঠশিল্পী মমতাজের অ্যাকাউন্ট ফ্রিজ

নিজস্ব  প্রতিবেদক: ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন এবং সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। সরকারি এ সংস্থাটি জানায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার আওতায় মেনন ও মমতাজের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এই দুজনের নামে কোনো লকার সুবিধা থাকলে, তার ব্যবহারও রহিত করতে বলা হয়েছে।

এ ছাড়া রাশেদ খান মেনন ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং শিল্পী মমতাজ বেগম ও তার স্থার্থ-সংশ্রষ্ট ব্যক্তি ও মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে হিসাবের তথ্য, কেওয়াইসি, হিসাব খোলার ফরম ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী দুই দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে রাশেদ খান মেনন বর্তমানে কারাগারে আছেন। অন্যদিকে সরকার পতনের পর থেকেই মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ রয়েছেন আত্মগোপনে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |