শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন

আপডেট
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সীমান্তবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপভ্যানে ধাক্কায় ২ জন ও ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া বালসাবাড়ীতে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীসহ পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সীমান্তবাজার মোড় এলাকায় সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন, রংপুর জেলার ঘোড়াঘাট গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে মো. আশরাফুল ও মোহাম্মদ আলীর ছেলে মো. রনি ও উল্লাপাড়া উপজেলার দূর্গানগর গ্রামের সাত্তার সরকারের ছেলে নজরুল ইসলাম। সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম ওয়াদুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সীমান্তবাজার মহাসড়কে উত্তরবঙ্গগামী রোডের পাশে একটি মালবাহী ট্রাকের টায়ার পাংচার হয়।

চালক ট্রাক থামিয়ে টায়ার পরিবর্তন করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী পিকআপভ্যান পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যান চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে সকাল পৌনে ১০ টার দিকে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বালশাবাড়ী এলাকায় পৌঁছালে মহাসড়কের উপর একটি তিন চাকার ভ্যানগাড়ীকে সাইড দিতে গিয়ে দোকানের সামনে মোটরসাইকেলে বসে থাকা দুইজন আরোহীকে বাস চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। এ সময় আহত হয় আরো দুই জন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |