শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

আপডেট
এইচএসসিতে শীর্ষস্থানে সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ

এইচএসসিতে শীর্ষস্থানে সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ

মো: পারভেজ সরকার, সিদ্ধিরগঞ্জ :  এইচএসসিতে পাশের হারে অন্যান্য সকল কলেজকে ছাড়িয়ে শীর্ষ অবস্থানে রয়েছে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। মঙ্গলবার (১৫ অক্টোবর) ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজটি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকায় অবস্থিত। এবছর গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ থেকে ২৯৯ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে ২৯৮ জন ছাত্র-ছাত্রী উর্ত্তীন হয়। সেই সাথে ৯৪ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ লাভ করে। এতে পাশের হার দাঁড়ায় ৯৯.৬৭% এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৩১.৪৪%। পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির হার বিবেচনায় নারায়ণগঞ্জ জেলায় শীর্ষে রয়েছে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ।

ফলাফলে এ গৌরবোজ্জ্বল সাফল্যে কলেজের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বলেন, অতীতের মতো চলতি বছরেও এইচএসসি পরীক্ষায় কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে। কলেজের প্রায় শতভাগ (৯৯.৬৭ ভাগ) পাশের হার এবং এ প্লাস পেয়েছে ৯৪ জন।সকলের ভবিষ্যৎ আরও ভালো ফলাফল করুক এবং ভালো প্রতিষ্ঠানে ভর্তি হোক সেই কামনা করেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |