শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

আপডেট
আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে আটক ১২

আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে আটক ১২

জাহাঙ্গীর আলম রাজু: আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন,হত্যা, মানবপাচারসহ বিভিন্ন মামলায় ১২জন-কে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে বিষয়টি বিষায়-টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। এসময় তিনি বলেন,গতকাল বৃহস্পতিবার রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১২ জন-কে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত আসামীরা হলো: (১) তরব আলী (৫০), পিতা-মৃত মহিউদ্দিন,গ্রাম-পবনারটেক,থানা- আশুলিয়া,জেলা-ঢাকা। (২) বেলাল হক (৫৪), পিতা-সিরাজুল হক,পরিচালক নন্দন পার্ক লিমিডেট,গ্রাম-বারোইপাড়া,নবীনগর চন্দ্রা হাইওয়ে, থানা-আশুলিয়া,জেলা-ঢাকা। (৩) মোঃ তৌহিদুল ইসলাম (২৭),পিতা-মোঃ ফেরদৌস আলম,গ্রাম- বাইপাইল মসজিদ রোড,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।(৪) মোঃ মাহাবুব রহমান (৫৯),পিতা-মোঃ মোনছুর আলী,গ্রাম-কাইম চরিতাবাড়ী,থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা। বর্তমান-ঠিকানা-দূর্গাপুর (চালা বাজার),সিরাজ উদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।

(৫) মোঃ মাসুদ হাসান ওরফে মাসুদ (৪০),পিতা- মজিবর রহমান,গ্রাম রতিরামপুর,থানা-রংপুর সদর, জেলা-রংপুর। বর্তমান গ্রাম- মধুপুর (তিন রাস্তার মোড় ঔষধের দোকান,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা। (৬) মোঃ আশিকুর রহমান (২০),পিতা-মতিউর রহমান, গ্রাম-পূর্ব জামগড়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।(৭) মোঃ সোহেল মীর (৪৪),পিতা-মৃত আব্দুর রহমান মীর,গ্রাম-জামগড়া,থানা-আশুলিয়া,জেলা- ঢাকা। (৮) মোঃ সাঈদ মীর (৩৮), পিতা-মৃত আব্দুর রহমান মীর,গ্রাম-জামগড়া,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। (৯) মোঃ মহসিন (২৬), পিতা-মৃত সামসুদ্দিন,গ্রাম-খেউ টেগুলিয়া,থানা-বিরামপুর,জেলা-দিনাজপুর। বর্তমান ঠিকানা জামগড়া শাহিন সরকার বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া,জেলা-ঢাকা। (১০) মোঃ খোকন আহমেদ (৩৫),পিতা-মোঃ আক্কাস আলী,গ্রাম- ভাটিয়াকান্দি (শিমুলিয়া) থানা-আশুলিয়া,জেলা- ঢাকা।

(১১) মোঃ শহিদুল ইসলাম (৩৫), পিতা-মোঃ কান্দু মিয়া,গ্রাম-কাছের বাগেরতৈল,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। (১২) মোঃ আতিকুর রহমান (২৯), পিতা-আঃ মজিদ,গ্রাম-প্রতাব বেপারীপাড়া,পোঃ টগরাইহাট,থানা-কুড়িগ্রাম সদর,জেলা-কুড়িগ্রাম, বর্তমান ঠিকানা-নরসিংহপুর হিন্দুপাড়া দিপ্ত দত্ত এর বাড়ীর ভাড়াটিয়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা। এছাড়া আশুলিয়া থানার এস আই শাহ জালাল এর কাছে জানতে চাইলে তিনি বলেন ওসি স্যারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ নজরুল ইসলাম,এস আই মোঃ ইদ্রিস আলী,এস আই মাসুদ আল-মামুন,এস আই মোঃ সাইফুল ইসলাম অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে থানার বিভিন্ন এলাকা থেকে তাদের-কে আটক করা হয়।

উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এর কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদক-কে তিনি বলেন,এস’পি স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে,এই অভিযানটিও তার একটি অংশ। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে থানার বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে। এছাড়া আটক আসামীদের জিজ্ঞাসা বাদে জানা যায় তারা নারী ও শিশু নির্যাতন,হত্যা, মানবপাচারের সঙ্গে জড়িত,আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে সেই মামলায় তাদের-কে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |