সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

আপডেট
কক্সবাজারে স্বৈরাচারের ‘দোসর’ সাংবাদিকদের তালিকা প্রকাশ করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদগঞ্জে একই ব্যক্তির সরকারি চাকরিতে বয়স ৫১, মুক্তিযোদ্ধা ভাতায় ৭১! আগের দিন অভিযোগ, পরদিন প্রত্যাহার, ৮৮ দিনে পদোন্নতি ফরিদপুরের সাবেক টিআই দম্পতির আরও সোয়া ৭ কোটি টাকার সম্পদ জব্দ অবৈধভাবে শতকোটি টাকার মালিক, এসপি শাহজাহানের বক্তব্য জানতে চায় দুদক রাজশাহীতে ২৩ হাজার ৫শ ১০ জন শিক্ষার্থীকে এ এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করল তরফদার, বিজয় নিশ্চিত ইমরুলের পুলিশের থাকা-খাওয়ার মান সন্তোষজনক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা কত ক্ষমতা সিন্ডিকেট ব্যবসায়ীদের, প্রশ্ন তাসরিফের শিক্ষা বোর্ডে পাথর-লাঠি-কাঠ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, ৪০ বাড়িঘরে হামলা-লুটপাট

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, ৪০ বাড়িঘরে হামলা-লুটপাট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।শনিবার (১৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বড়হরণ এলাকায় এই সংঘর্ষ চলে। সংঘর্ষে অন্তত ৪০টি বাড়িঘরে হামলা ও লুটপাট করা হয়।পরে পুলিশ ও সেনাবাহিনীর গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ককটেল ও দেশীয় অস্ত্রসহ আটজনকে আটক করা হয়। আটকরা হলেন, বড়হরণ এলাকার মো. জসিম উদ্দিন (৫৫), মো. জহিরুল মোল্লা (৩৫), মো. জাহাঙ্গীর মিয়া (৪৫), মো. রনি (১৪), মো. শামীম (১৬), নরসিংসার গ্রামের আব্দুল রাফি (১৭), মো. মানিক মিয়া (১৯) ও মো. মনির হোসেন (৪২)।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা এলাম খাঁ ও জাকির হোসেনের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওমেদ মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন যাবত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে শনিবার দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুপক্ষের ৩০০-৪০০ জন হেলমেট, লাইফ জেকেট ও লেগগার্ড পরিহিত অবস্থায় সংঘর্ষে নামে। এসময় হামলা করে লুটপাট করা হয় অন্তত ৪০টি বাড়িঘরে। এ ঘটনায় আহত হন ১৫ জন। খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৩৬টি এককাইট্যা, দুটি দা, একটি হাসুয়া, চারটি হেলমেট, আটটি অবিস্ফোরিত ককটেল। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোছাইন জানান, খবর পেয়ে যৌথ বাহিনীর একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |