বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

ইবিতে শ্রেণিকক্ষের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ইবিতে শ্রেণিকক্ষের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ইবিতে শ্রেণিকক্ষের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের রবীন্দ্র-নজরুল কলাভবনে নিজেদের বরাদ্দকৃত কক্ষ ব্যবহার করার সুযোগ না পেয়ে মানববন্ধন করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এটি অনুষ্ঠিত হয়। এতে বিভাগটির শতাধিক শিক্ষার্থী অংশ নেন। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে বর্তমানে চারটি ব্যাচের শ্রেণি কার্যক্রম চালু থাকলেও এখনও নির্দিষ্ট শ্রেণিকক্ষ নাই বিভাগটিতে। তবে গত ৮ অক্টোবর বিভাগটিকে কলা অনুষদের ডিন রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৪০৬, ৪২৮ ও ৫২৮ নং কক্ষ বরাদ্দ দেন। তবে ডেভেলপমেন্ট স্টাডিজ ও ফোকলোর স্টাডিজ বিভাগ উল্লিখিত বরাদ্দকৃত কক্ষ অবৈধভাবে দখলে নিয়ে ক্লাস শুরু করে। এমতাবস্থায় নিজেদের কক্ষ ফিরে পেতে মানববন্ধন করেন বিভাগটির শিক্ষার্থীরা। মানববন্ধনে আসা বিভাগের শিক্ষার্থী আশিক হোসেন বলেন, ২০১৯ সাল থেকে আমাদের বিভাগটি চালু হয়েছে। দীর্ঘ পাঁচ বছরেও আমরা সুনির্দিষ্ট শ্রেণিকক্ষ পাই নাই। ক্যাম্পাসের আনাচে-কানাচে রোদ-বৃষ্টি উপেক্ষা করে ক্লাস পরীক্ষা দিয়ে যাচ্ছে।

কয়েকদিন আগে কলা অনুষদের ডিন রবীন্দ্র-নজরুল কলা ভবনে আমাদের কক্ষ বরাদ্দ দিয়েছেন। তবে আমরা এখনও ওই কক্ষগুলা বুঝে পাই নাই। প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি, আমাদের বরাদ্দকৃত কক্ষ বুঝিয়ে দেওয়ার জন্য। এদিকে কক্ষ দখলে নিয়ে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি আতিফা কাফি বলেন, আমরা ওই রুমে ওঠার পরে রুম বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আমরা রুম ছেড়ে দিতে রাজি আছি। পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে রুমের বিষয়ে যেই সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করবো। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই সিদ্ধান্ত দিবে আমরা সেটাই মেনে নিবো। এদিকে বিষয়টি নিয়ে চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম বলেন, আন্দোলনের বিষয়ে কিছু জানি না। তবে দীর্ঘদিন যাবত আমাদের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ সংকটে ভুগছে। বর্তমানে চারটি ব্যাচ চলমান রয়েছে। তবে আমাদের একটিও নির্দিষ্ট শ্রেণিকক্ষ নেই। হয়ত শিক্ষার্থীরা তাদের প্রয়োজনেই আন্দোলনে নেমেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |