শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন

নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে

নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে

নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে

ঢাকা: জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে। গণঅভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সদর দপ্তর এই তালিকা প্রকাশ করেছে। পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যেসব অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হন, তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে থাকে। যদি কেউ দাবি করেন, গণঅভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহত হওয়ার ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে। প্রকাশিত তালিকা অনুসারে, সহিংসতায় ৪৪ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। সেখানে তাদের নাম, পদের নাম, মৃত্যুর তারিখ, সংযুক্ত ইউনিটের নাম ও ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |