সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

বাংলাদেশে প্রতি ম্যাচে একজন করে ক্যাপ্টেন থাকা উচিত: আশরাফুল

বাংলাদেশে প্রতি ম্যাচে একজন করে ক্যাপ্টেন থাকা উচিত: আশরাফুল

বাংলাদেশে প্রতি ম্যাচে একজন করে ক্যাপ্টেন থাকা উচিত: আশরাফুল

অনলাইন ডেস্ক: মাঠের ক্রিকেটে ব্যর্থতায় সবার আগে সমালোচনার তীর ধেয়ে আসে অধিনায়কের দিকে। অনেকে অধিনায়ক বদলের কথাও বলেন। বাংলাদেশের ক্রিকেটে অধিনায়ক বদলের ঘটনাও স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ২০২২ সালে ৭ অধিনায়কের নেতৃত্বে খেলে রেকর্ড গড়েছে বাংলাদেশ। সাম্প্রতিক ব্যর্থতায় তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে চাচ্ছেন বলে শোনা যাচ্ছে। তবে শান্তর এমন সিদ্ধান্তের পর নিজের ভাবনার কথা জানিয়েছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করেন, ক্রিকেটারদের চাপমুক্ত রাখতে প্রতি ম্যাচে একেকজনকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া উচিত বাংলাদেশের। তাতে প্রত্যেক ক্রিকেটারের নেতৃত্বগুণ তৈরি হওয়ার পাশাপাশি এককভাবে চাপ সামলাতে হবে না।

সম্প্রতি ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অধিনায়ক বদল ইস্যুতে আশরাফুল বলেন, ‘১১ জনকেই ক্যাপ্টেন দিতে পারেন। একেকদিন একেকজনকে ক্যাপ্টেন দিলে ঐ চাপ হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে প্রতি ম্যাচে একজন করে ক্যাপ্টেন থাকলে ভালো। তাহলে যারা ক্যাপ্টেন না তারাও ঐ চাপ বুঝতে পারবে।’ বাংলাদেশের হয়ে নেতৃত্ব সামলানোর অভিজ্ঞতা আছে আশরাফুলেরও। নিজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘আমি যখন ক্যাপ্টেন ছিলাম আমার কাছে এটা মনে হয়েছিল। প্রতি গেমে একজন ক্যাপ্টেন হলে ভালো। একজন ক্যাপ্টেন সবসময় না থেকেৃ আজকে আমি, কালকে তুমি, এভাবে করলে ঐ ছেলে বুঝতে পারবে ক্যাপ্টেনের ওপর কতটা চাপ যায়।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |