সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

১০ বছর ক্রিকেট খেলেছি, অধিনায়ক হওয়ার জন্য তৈরি: তাইজুল

১০ বছর ক্রিকেট খেলেছি, অধিনায়ক হওয়ার জন্য তৈরি: তাইজুল

১০ বছর ক্রিকেট খেলেছি, অধিনায়ক হওয়ার জন্য তৈরি: তাইজুল

অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের তিন সংস্করণের অধিনায়ক করা হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর তিন সংস্করণেরই অধিনায়কত্ব ছাড়তে চান তিনি। শান্ত অধিনায়কত্ব ছাড়তে চান এমন খবর সামনে আসার পর থেকেই আলোচনা শুরু হয়েছে, কে হবেন পরবর্তী অধিনায়ক। প্রাথমিকভাবে নাম এসেছে মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের নাম। তবে আলোচনা চলছে তিন সংস্করণে একজন নাকি তিন সংস্করণে তিনজন অধিনায়ক। এই আলোচনা থেকেই উঠে এসেছে টেস্ট ও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টিতে তাওহিদ হৃদয়ের নাম।  দ্বিতীয় টেস্টকে সামনে রেখে চট্টগ্রামে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন টেস্ট দলের নিয়মিত মুখ তাইজুল ইসলাম।

যেহেতু অধিনায়ক কাকে করা হবে এই নিয়ে আলোচনা চলছে তাই সেখানে তাকে প্রশ্ন করা হয় অধিনায়ক হওয়ার জন্য তিনি প্রস্তুত কিনা। সেই প্রশ্নের জবাবে অভিজ্ঞ এই বাঁ-হাতি স্পিনার বলেন, ‘যেহেতু ১০ বছর ক্রিকেট খেলেছি, তো পুরাটাই তৈরি।’ তাইজুল অধিনায়ক হওয়ার আগ্রহ প্রকাশ করলেও নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন সংবাদ সম্মেলনে, ‘আপনারা শুনে থাকতে পারেন, আমি এখনো বিষয়টি শুনিনি।’ আগামীকাল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |